Site icon Jamuna Television

রাজধানীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ

রাজধানীর মিরপুরের পল্লবীতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে একই পরিবারের অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে যেয়ে এ ঘটনা ঘটে।

নারী ও শিশুসহ একই পরিবারের দগ্ধ হওয়া এগারো জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, মঙ্গলবার রাতে পল্লবীর একটি ছয়তলা ভবনের নিচতলায় থাকা রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে যান কয়েকজন। এ সময় ট্যাংকে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন ওই এগারো জন।

Exit mobile version