
ফাইল ছবি
মার্কিন ভিসানীতি ঘোষণার পর বিদেশি প্রভুদের কাছে করুণা প্রাপ্তির আশায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিএনপি।
বুধবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিবৃতিতে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, দুর্নীতির মামলার বিএনপির দুই নেতার সাজা বহাল রেখেছেন উচ্চ আদালত। কিন্তু দুর্নীতিকে প্রতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি দলের চিহ্নিত দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা চালাচ্ছে। তাই সংবিধান অবমাননা করে উচ্চ আদালতের রায়কে ফরমায়েশি বলে মন্তব্য করছে তাদের নেতারা।
মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির পরিণতির জন্য তাদের ধারাবাহিক অপরাজনীতিই দায়ী। এমন অপরাধের জন্য দলটিকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: মাদকের প্রয়োজনীয়তা নেই, সমাজকে এর থেকে মুক্ত রাখতে হবে: তথ্যমন্ত্রী
/এম ই
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply