Site icon Jamuna Television

ঈদের আগে ও পরের তিনদিন ফেরিতে পরিবহন পারাপার বন্ধ: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফাইল ছবি।

ঈদুল আজহার আগে ও পরের তিনদিন পচনশীল খাদ্যপণ্য ও কোরবানির পশু ছাড়া ফেরিতে সকল পরিবহন পারাপার বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপথে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। নৌ প্রতিমন্ত্রী বলেন, পচনশীল পণ্য পারাপার নিশ্চিত করা হবে। আর কোরবানির পশু পরিবহন উন্মুক্ত থাকবে। চাহিদা অনুযায়ী ফেরি চলাচল অব্যাহত থাকবে।

তিনি বলেন, লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না। ঈদে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি দেয়ার জন্য বিজিএমইএ ও বিকেএমইকে অনুরোধ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিজিএমইএ এবং বিকেএমইএ গার্মেন্টসের ছুটি একদিনে না দিতে সম্মত হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতিও বিবেচনায় রাখা হচ্ছে। জোর করে এক হাটের পশু অন্য হাটে নেয়ার বিরুদ্ধেও সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

/এম ই

Exit mobile version