Site icon Jamuna Television

চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি, ওয়ার্ড কাউন্সিলর আহত

ঘটনাস্থলের ভিডিও থেকে নেয়া ছবি।

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন আহত হন। সংঘর্ষের কারণে সভা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভা আবারও শুরু হয়।

বুধবার (৩১ মে) বিকেলে নগরীর লালদিঘী মাঠে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন জানান, সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের খোঁজ খবর নেয়া হচ্ছে। সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত রোববার (২৮ মে) একই স্থানে বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত মহানগর আওয়ামী লীগের সমাবেশেও চেয়ার ছোড়াছুঁড়ি ও মারামারির ঘটনা ঘটে।

/এসএইচ

Exit mobile version