Site icon Jamuna Television

সৈন্য সংকটে মিয়ানমার সেনাবাহিনী, নগদ প্রণোদনাতেও ঠেকানো যাচ্ছে না পদত্যাগ

সৈন্য সংকটে ভুগছে মিয়ানামারের সামরিক বাহিনী। চাকরি ছাড়ছেন একের পর এক সৈন্য। নতুন করে সেনাবাহিনীতেও যোগ দেয়ার আগ্রহ নেই তরুণদের।

বিবিসি জানায়, গণতন্ত্রপন্থীদের সাথে জান্তা সরকারের চলমান সংঘাতের কারণে তৈরি হয়েছে এ পরিস্থিতি। দেশটির সেনাবাহিনীর অনেক সদস্যের দাবি, বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর যেসবপদক্ষেপ নিচ্ছে তা সমালোচনার জন্ম দিচ্ছে। সাধারণ মানুষের অনেকেই তাদের নিষ্ঠুর ভাবেন এবং ঘৃণা করেন। এ কারণেই এই পেশায় আগ্রহ হারাচ্ছে মানুষ।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি পুলিশ ও সেনাসদস্য মিয়ানমার ছেড়েছে। নগদ প্রণোদনাসহ নানা সহায়তার আশ্বাসেও তাদের ধরে রাখতে পারেনি জান্তা সরকার।

এটিএম/

Exit mobile version