Site icon Jamuna Television

নরসিংদীতে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বাড়িতে ককটেল বিস্ফোরণ-আগুন

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩১ মে) বিকেল শোয়া পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা বলছে, বিকেলে একদল দুবৃত্ত সদর উপজেলার চিনিশপুরে নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় এবং দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসভবনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই বাড়ির ভেতরে আগুন দেখে এলাকাবাসী ফায়ারসার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর আগেই পুড়ে যায় কার্যালয়টির ভেতরে থাকা আসবাবপত্র।

ঘটনা পরিকল্পিত কিনা এবং সম্প্রতি ঘটে যাওয়া জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহতের ঘটনার সাথে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।

এটিএম/

Exit mobile version