Site icon Jamuna Television

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সেলেসাওদের হয়ে জোড়া গোল করেন আন্দ্রে সান্তোস।

বুধবার রাতে আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের ১১ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল পেনাল্টি পায় ব্রাজিলের যুবারা। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল আদায় করে নেন মার্কোস লিওনার্দো। ৩১ মিনিটে ব্যবধান ২-০ করেন আন্দ্রে সান্তোষ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

একটা সময় ১০ জনের দলে পরিণত হওয়া ব্রাজিলকে চেপে ধরে তিউনিসিয়া। কিন্তু দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাথিউস মার্তিনস ও সান্তোসের গোলে ৪-০ ব্যবধানের লিড নেয় ব্রাজিল। শেষদিকে মাহমুদ ঘোরবেলের গোলে হারের ব্যবধান কমায় তিউনিসিয়া।

ইউএইচ/

Exit mobile version