Site icon Jamuna Television

আর্জেন্টিনার যুবাদের হারিয়ে শেষ আটে নাইজেরিয়া

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের শেষ আট নিশ্চিতের দিনে হোঁচট খেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা। হাভিয়ের মাচেরানোর শিষ্যদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নাইজেরিয়া।

আগের ম্যাচের চেয়ে এ ম্যাচের প্রথম একাদশ একেবারেই ভিন্ন আদলে সাজান মাচেরানো। প্রথমার্ধে দলটি বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে রক্ষণভাগের নিয়ন্ত্রণ হারায় আর্জেন্টিনা। এই সুযোগে ৬১ মিনিটে আদেনিরানের পাস থেকে বল জালে জড়ান ইব্রাহিম বেজি মুহাম্মদ।

খেলার ইনজুরি টাইমে আলবিসেলেস্তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হালিরু সারাকি। ফলে ২-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নাইজেরিয়ার যুবারা।

ইউএইচ/

Exit mobile version