লেবাননের পূর্বাঞ্চলে ঘটা জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের ৫ সদস্য। বুধবারের (৩১ মে) এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। খবর এপির।
আহতদের মধ্যে দুই জনের অবস্থা সংকটাপন্ন; ধারণা করা হচ্ছে বাড়তে পারে প্রাণহানি। কুসায়া এলাকার ওই সামরিক ঘাঁটি পরিচালনা করে সিরিয়ার মদদপুষ্ট ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, ইসরায়েলের চালানো বিমান অভিযানের কারণেই এ বিস্ফোরণ।
অবশ্য এ দায় পুরোপুরি অস্বীকার করেছেন ইহুদি সামরিক কর্মকর্তারা। লেবাননের সেনা বিবৃতিতেও জানানো হয়, মানবসৃষ্ট কোনো ত্রুটি থেকেই ঘটেছে জোরালো বিস্ফোরণ। এর সাথে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা নেই।
ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীটি বিমান ছিনতাই ও হামলার জন্য পরিচিত। ১৯৭০ সালে জুরিখ থেকে তেল আবিব যাওয়া বিমানে ঘটায় বিস্ফোরণ। যা বিধ্বস্ত হয়ে ৪৭ আরোহীর সবাই প্রাণ হারান।
/এমএন

