আজ বৃহস্পতিবারও (১ জুন) সুপ্রিমকোর্ট এলাকায় পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার সাক্ষ্যকে কেন্দ্র করে আজও হাইকোর্ট প্রাঙ্গণে কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে তারা মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি মৎসভবনের দিকে এগিয়ে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয় তারা। পুলিশ সড়ক থেকে আইনজীবীদের সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এদিকে, বিএনপির কর্মসূচির প্রতিবাদে আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও পাল্টা বিক্ষোভ করেছে। সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করে আইনজীবীরা। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের কর্মকান্ডের প্রতিবাদ জানান আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
/এমএন

