কিয়েভের ব্যস্ত রাস্তায় হঠাৎ-ই এসে পড়লো মিসাইল। বিরল এই দৃশ্য ক্যামেরাবন্দি হয় চলমান একটি গাড়ির ড্যাশক্যামে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর সিএনএন এর।
প্রায় ১ সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানীতে কয়েকদফা মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। গত মাসে ইউক্রেনের রাজধানীতে ১৭ বার অভিযান চালায় রুশ সেনাবহর। এদিকে সোমবার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই বিস্ফোরিত হয় একটি মিসাইল। আর এরই বড় একটি টুকরো সোজা এসে পড়ে রাস্তার মাঝখানে। মুহূর্তেই দুটি গাড়িতে ছড়িয়ে যায় আগুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। এ ঘটনার ফলে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
এসজেড/

