Site icon Jamuna Television

ভারতে আন্দোলনরত রেসলারদের পাল্টা হুমকি দিলেন রেসলিং ফেডারেশনের প্রধান

এনডিটিভি থেকে সংগৃহীত ছবি।

ভারতে যৌন হয়রানীর বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগীরদের এবার পাল্টা হুমকি দিলেন দেশটির রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভুষণ সিং। খবর এনডিটিভির।

আন্দোলনরত রেসলারদেরে হুঁশিয়ার করে দেয়া এক বক্তব্যে ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিং বলেন, রেসলাররা কি মনে করেছে যে তারা তাদের মেডেল গঙ্গায় ভাসিয়ে দিলেই আমি পদত্যাগ করবো? কখনোই না। তারা এসব আন্দোলন আমাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। যদি উপযুক্ত তথ্য প্রমাণ হাজির করলে আমি নিজেই ফাসিকাষ্ঠে ঝুলবো।

প্রসঙ্গত, যৌন হয়রানির প্রতিবাদে গত ২৩ এপ্রিল থেকে রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভুষণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করছেন ভারতের রেসলাররা। যদিও বরাবরই যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করেছেন ভারতের ক্ষমতাসীন দলের প্রভাবশালী এ আইনপ্রণেতা।

/এসএইচ

Exit mobile version