Site icon Jamuna Television

কমলো এলপি গ্যাসের দাম

ফাইল ছবি।

বোতলজাত এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে। দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন। জানান, গত মাসে ১২ লিটারের সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা। ওই হিসেবে চলতি মাসে প্রতি বোতলে দাম কমলো ১৫৯ টাকা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

যদিও বিইআরসি ঘোষিত দামে সারাদেশে গ্রাহকরা গ্যাস পান না বলে অভিযোগ আছে। বিইআরসি বলছে, এ বিষয়ে বাজার পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছেন তারা।

/এমএন

Exit mobile version