Site icon Jamuna Television

হলিউডের দিকে পা বাড়ালেন রণবীর সিং

হলিউডের ট্যালেন্ট এজেন্সি উইলিয়াম মরিস এন্ডেভার (ডব্লিউএমই) এর সঙ্গে বিশ্বব্যাপী প্রতিনিধিত্বের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন বলিউডের এনার্জেটিক অভিনেতা রণবীর সিং। ইতোমধ্যেই বেশকিছু আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত হয়েছেন তিনি। এবার পা বাড়িয়ে রাখলেন হলিউডে অঙ্গনের দিকেও। খবর ওয়াইওন নিউজের।

আন্তর্জাতিক বাজারে দিনে দিনে রণবীরের জনপ্রিয়তা বাড়লেও দেশীয় বক্স অফিসে সময়টা মোটেও ভালো যাচ্ছে না অভিনেতার। ২০২২ সালে মুক্তি পাওয়া তার ‘জয়েশভাই জোর্দার’ এবং ‘সার্কাস’-এর মতো হিন্দি সিনেমাগুলো বক্স অফিসে তেমন কোনো সাড়া জাগাতে পারেনি।

খুব শিগগিরই বলিউডের আসন্ন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে রণবীরকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন আলিয়া ভাট। এর মুল চমক নির্মাতা করণ জোহর।

এটিএম/

Exit mobile version