সুইডেনের এসকিলস্তুনায় দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে অন্তত ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে ওই এলাকায়। খবর ডেইলি মেইলের।
স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভি৪ তাৎক্ষণিকভাবে জানিয়েছে, স্থানীয় একটি ক্রীড়া অনুষ্ঠানে সফরে গিয়েছিল শিক্ষার্থীরা। সেখানে হঠাৎ ভিন্ন দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। সেসময়ই মূলত ছুরিকাঘাতে ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়। সাথে সাথেই তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়।
অবশ্য শিক্ষার্থীদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, যে স্থানে এ ঘটনা ঘটেছে, শিক্ষার্থীরা সেখানে ছিল না। তবে প্রাথমিকভাবে এ নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে, তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।
এসজেড/

