Site icon Jamuna Television

কোরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্যমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি’র

কোরবানির শিক্ষাকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্যমুক্ত বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ত্যাগের বোধের মাধ্যমেই সাম্য আর মৈত্রী সারা দেশে ছড়িয়ে পড়বে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সকালে বঙ্গভবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী পরিষদের সদস্য,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক এবং বিভিন্ন পেশাজীবী।

এসময় রাষ্ট্রপতি বলেন, কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। ধর্মের মূল বাণী মনে ধারণ করে সকল অশুভ এবং অকল্যাণকে পরিহার করে মানব কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি আহবানও জানান তিনি।

Exit mobile version