Site icon Jamuna Television

পিএসজি ছাড়ছেন মেসি

দুই বছর পর প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ছেন ইতিহাস সৃষ্টি করে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ সম্মেলনে চলতি মৌসুমের শেষ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের। জানিয়েছেন, ওইদিনই পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলবেন মেসি।

গালতিয়ের বলেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। এটাই পার্ক দে প্রিন্সেসে তার শেষ ম্যাচ। আমি আশা করছি যে শেষ ম্যাচে মেসি উষ্ণতম অভিনন্দনই পাবে।

প্রসঙ্গত, চলতি মৌসুমে সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে পিএসজির হয়ে মেসি গোল করেছেন মোট ২১টি, আর অ্যাসিস্ট করেছেন ২০টি। ২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি।

/এসএইচ

Exit mobile version