Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর বক্তব্য ২১ আগস্ট হামলা মামলার রায়কে প্রভাবিত করবে: ফখরুল

‘একুশে আগস্ট গ্রেনেড হামালায় খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্য রায়কে প্রভাবিত করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকালে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে সরকার। বিচার বিভাগকে দলীয়করণ করার কারণেই চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে বন্দি। এসময় খালেদা জিয়ার চিকিৎসা ও শিগগিরই কারামুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।

Exit mobile version