Site icon Jamuna Television

শ্যামলীতে বহুতল ভবনে আগুন, ১ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামলীতে বহুতল ভবনে লাগা আগুনে একজন নিহত হয়েছেন। তাকে ভবনের ১৯তলা থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রাত ২টা ৪ মিনিটে রূপায়ণ শেলফোর্ড নামক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

হঠাৎ করেই আগুন দেখে আতঙ্কিত বিভিন্ন ফ্লোরের বাসিন্দারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। আগুনের ঘটনায় ভবনের ১৯ তলা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার হয়, ২৩ জন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। আগুন লাগার পর ভবনটির সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এটিএম/

Exit mobile version