Site icon Jamuna Television

অবশেষে জমকালো আয়োজনে সম্পন্ন জর্ডানের ক্রাউন প্রিন্সের বিয়ে

আড়ম্বরপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো জর্ডানের রাজকীয় বিয়ে। বৃহস্পতিবার (১ জুন) যুবরাজ হুসেইন এবং সৌদি ধনাঢ্য পরিবারের কন্যা রাজওয়া আল সাঈফ বাঁধেন গাটছড়া। খবর রয়টার্সের।

জাহরান প্যালেসে অনুষ্ঠিত হয় বিয়ের মূল আনুষ্ঠানিকতা। যাতে দুই পরিবারের ঘনিষ্ঠ ১৪০ জন সদস্য ছিলেন। পুরো আয়োজন সরাসরি সম্প্রচারিত হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে। পরে আল হুসেইনিয়া প্যালেসে ছিল, রাষ্ট্রীয় অতিথিদের জন্য আয়োজন। উপস্থিত ছিলেন ব্রিটিশ যুবরাজ উইলিয়াম এবং তার স্ত্রী। নবদম্পতিকে শুভেচ্ছা জানান অন্যান্য দেশের রাজপরিবার। অতিথি হিসেবে ছিলেন মধ্যপ্রাচ্যসহ বেশকিছু দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা।

২০০৯ সালে বাদশাহ্ আবদুল্লাহ্’র পর উত্তরাধিকার হিসেবে ঘোষিত হয় ২৮ বছর বয়সী যুবরাজ হুসেইনের নাম। রাজওয়া একজন স্থপতি।

এটিএম/

Exit mobile version