Site icon Jamuna Television

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোর্দের বিভিন্ন শহরে হামলা, আহত ১০

রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোর্দ আবারও হামলার শিকার। বৃহস্পতিবার (১ মে) থেকে শেবেকিনো শহর লক্ষ্য করে ছোড়া হচ্ছে রকেট। খবর রয়টার্সের।

বেলগোর্দের গর্ভনর ইয়াশেস্লাভ গ্লাদকভ জানান, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রশাসনিক ভবন এবং বেশকিছু বেসামরিক স্থাপনা হামলায় ক্ষতিগ্রস্ত। তার অভিযোগ, ইউক্রেনীয় সেনাবাহিনী এ অভিযানে ব্যবহার করছে সোভিয়েত আমলের গ্রাদ রকেট সিস্টেম। কোনো প্রাণহানির খবর না মিললেও আহত হয়েছেন কমপক্ষে ৮ জন।

অবশ্য বেশকিছু হামলা নস্যাতের কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ৫০ ইউক্রেনীয় অনুপ্রবেশকারীকে হত্যার পাশাপাশি ধ্বংস করা হয়েছে চারটি সাঁজোয়া যান মাল্টিপল রকেট লঞ্চার ও একটি পিক-আপ ট্রাক। গেলো সপ্তাহেই, বেলগোর্দে প্রথমবার হামলা চালায় ইউক্রেনের দুটি সশস্ত্র গোষ্ঠী।

এটিএম/

Exit mobile version