Site icon Jamuna Television

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ছবি: প্রতিকী

সারাদেশে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। এসকল দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

সিরাজগঞ্জে আলাদা দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত কমপক্ষে ১৬ যাত্রী। সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের যাত্রীবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারান ২ জন। দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবোঝাই ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এক গরু ব্যাপারী নিহত হন।

এদিকে কুষ্টিয়ায় ট্রাক ও মাহেন্দ্র অটোরিক্সার সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এছাড়া দৌলতপুরের তারাগুনিয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপা দিলে এক শিশু নিহত হয়।

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। ভোর রাতে উপজেলার মাঝিড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি মাঝিড়া বাজারে পৌঁছালে ধাক্কা দেয় অটোরিকশাকে।

Exit mobile version