Site icon Jamuna Television

ঋণের সর্বোচ্চ সীমা বাড়াতে মার্কিন সিনেটে বিল পাস

খাদের কিনার থেকে রক্ষা পেলো যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে জাতীয় ঋণের সীমা বাড়ানোর বিল পাসে দেশটিতে ফিরেছে স্বস্তি। এদিন ঋণ সংক্রান্ত এ বিলের পক্ষে পড়ে ৬৩ ভোট। আর বিপক্ষে ভোট দেন ৩৬ সিনেটর। খবর রয়টার্সের।

কংগ্রেসের বিল পাসের পরদিনই বৃহস্পতিবার (১ জুন) পার্লামেন্টের উচ্চকক্ষে হয় ভোটাভুটি। ইতোমধ্যে বিলটি পাঠানো হয়েছে প্রেসিডেন্টের দফতরে। একে শিগগিরই আইনে পরিণত করার ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

এর আগে বুধবার, ৩১৪টি ভোট পেয়ে নিম্নকক্ষ কংগ্রেসে পাস হয় বিলটি। এদিন বিপক্ষে ভোট দিয়েছিলেন ১১৭ জন। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী বাইডেন প্রশাসন ঋণের সর্বোচ্চ সীমা ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার প্রায় ছুঁয়ে ফেলেছে। ফলে বিল পাসের মাধ্যমে এ সীমা না বাড়ালে, দেখা দিয়েছিলো দেউলিয়াত্বের আশঙ্কা।

এটিএম/

Exit mobile version