চলমান সংঘাতের জেরে সুদানের ওপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে হোয়াইট হাউসের মুখপাত্র। খবর আরব নিউজের।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সুদানের যুদ্ধরত দুই পক্ষ সামরিক বাহিনী আরএসএফ ও আধাসামরিক বহর এসএএফ। এছাড়া সহিংসতার সাথে জড়িতদের ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে বলেও জানান মুখপাত্র।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে অব্যাহত আছে সংঘাত। এমনকি বাধা দেয়া হচ্ছে ত্রাণ সরবরাহেও। যা মানবিক বিপর্যয়ের সামিল। আর এ কারণেই সুদানের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেদ্দায় বিবাদমান পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আশা করা হচ্ছিল। তবে চুক্তি মানছে না কোনোপক্ষই। গত ১৫ এপ্রিল থেকে দেশটিতে শুরু হয়েছে ক্ষমতা দখলের লড়াই। এ পর্যন্ত প্রাণ গেছে ৮৬৩ জনের, আহত পাঁচ হাজারের বেশি।
এসজেড/

