Site icon Jamuna Television

অর্থমন্ত্রীর দিকে মাইক্রোফোন এগিয়ে দিলেন কৃষিমন্ত্রী

২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অর্থমন্ত্রীর বক্তব্যের শুরুতে মাইক্রোফোন ঠিক করতে তাকে সাহায্য করেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। পাশের আসন থেকে উঠে এসে অর্থমন্ত্রীর দিকে কৃষিমন্ত্রীকে মাইক্রোফোন এগিয়ে দিতে দেখা গেছে।

শুক্রবার (২ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়নে আমরা কখনও ব্যর্থ হয়নি। এবারও আশা করছি ভালো করবে। সাধারণ মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবার আমরা পুরো বাজেটটাই গরিবদের জন্য উপহার দিয়েছি।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, কৃষিতে বিপুল পরিমাণ মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। মজুরিও বেশ ভালো। নারী ও পুরুষ কৃষি খাতে কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অর্থনীতিতে নানা চ্যালেঞ্জ আছে। সে জন্যেই বাজেটে নানা লক্ষ্য বাস্তবতার সাথে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে। অর্থনীতি নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, কয়েক মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বাড়বে। তার মতে, সুদ ও ভর্তুকি প্রদানে চাপ কিছুটা বাড়লেও মূল্যস্ফীতিতে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বলেন, এডিপির আকার বড় হয়েছে। কারণ কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান নিশ্চিতে তৎপর থাকবে বলেও জানান তিনি।

/এম ই

Exit mobile version