Site icon Jamuna Television

তফসিল ঘোষণার পরই নির্বাচনকালীন সরকার: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই গঠন করা হবে নির্বাচনকালীন সরকার। সংসদ প্রতিনিধিত্বকারী দলগুলোই সেই সরকারে থাকবে। যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, সংসদে না থাকার কারণে এই সরকারে থাকার সুযোগ হারিয়েছে বিএনপি। একই সাথে টেকনোক্র্যাট কোটায় সুশীল সমাজের কোনো প্রতিনিধি থাকার সুযোগ নেই বলেও জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে। নির্বাচনকালীন সেই সরকারে ছিলো ১৪ দলের শরীক ও জাতীয় পার্টির প্রতিনিধিত্ব।

বিগত বছরগুলোতে বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি করলেও এবারও একই ফর্মূলায় হবে নির্বাচন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, তফসিল ঘোষণার পর বর্তমান মন্ত্রিসভা ছোট হয়ে যাবে। দায়িত্ব পালন করবে অন্তবর্তী সরকারের।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনকালীন সরকারে সংসদের বাইরের কোনো দল থাকার সুযোগ নেই। বিএনপির কারও টেকনোক্র্যাট কোটাতেও থাকার সম্ভাবনা নাকচ করে দেন তিনি।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version