Site icon Jamuna Television

হিরানি’র সিনেমায় রণবীর; চলছে চিত্রনাট্যের কাজ, মুক্তি পাবে ক্রিসমাসে

মারিয়া হোসেন:

বলিউডের ইতিহাসের সবচেয়ে সফল ও জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি। যার সব সিনেমাই বক্স অফিসে ব্লকবাস্টার। সমালোচকদের কাছেও সিনেমাগুলো ছিল প্রশংসিত। বর্তমানে তার আসন্ন সিনেমা ‘ডানকি’ নির্মানাধীন। শাহরুখ খানকে নিয়ে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ক্রিসমাসে। তবে এবার জানা গেলো, ‘ডানকি’র পর রণবীর কাপুরকে নিয়ে নতুন সিনেমা নতুন সিনেমা বানাবেন রাজকুমার হিরানি।

দ্বিতীয়বারের মতো হার্টথ্রব রনবীর কাপুরকে নিয়ে সিনেমা সিনেমা বানাতে যাচ্ছেন বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি। এর আগে, হিরানির ‘সাঞ্জু’ সিনেমায় অভিনয় করেছিলেন রণবীর। বর্তমানে নির্মানাধীন ‘ডানকি’ সিনেমার কাজ শেষ করে রনবীরকে নিয়ে নতুন এ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন হিরানি। ২০২৪ সালে শুরু হবে সিনেমার শুটিং। ২০২৫ এর ক্রিসমাসে এটি মুক্তির পরিকল্পনা রাজকুমার হিরানির।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সাঞ্জু’ এখন পর্যন্ত রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা। এ সিনেমার মাধ্যমে আমির খান এবং সালমান খানের পর তৃতীয় অভিনেতা হিসেবে ৩০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেন রণবীর। সিনেমাটিতে সঞ্জয় দত্তের চরিত্রে তার অভিনয়ও ব্যাপকভাবে প্রশংসিত হয়।

এছাড়া আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমার ক্লাইম্যাক্সে অতিথি চরিত্রে হাজির হন রনবীর কাপুর। এতে আমির খানের মতো রনবীরকেও অ্যালিয়েন হিসেবে হাজির করেন রাজকুমার হিরানি। গুঞ্জন ওঠে, রনবীর কাপুরকে নিয়ে ‘পিকে’ সিনেমার সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন তিনি। কিন্তু, জানা গেছে কোনো সিক্যুয়েল নয়, বরং নতুন একটি থিম নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। চলছে চিত্রনাট্যের কাজও।

বর্তমানে শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার কাজে ব্যস্ত রাজকুমার হিরানি। হিরানির সাথে প্রথমবারের মতো কাজ করছেন বলিউড বাদশা শাহরুখ খান। অবৈধ অভিবাসনের পটভূমিতে নির্মিত হচ্ছে আলোচিত এ সিনেমা। ভারত ও কানাডা দুই দেশ মিলিয়ে এক সাধারণ ব্যক্তির জীবনের ঘটনা উঠে আসবে ‘ডানকি’তে। চলতি বছরের ২২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এরপরই রণবীরকে নিয়ে ফ্লোরে নামবেন হিরানি। এ দুই তারকার সাথে রাজকুমার হিরানির চিরাচরিত কারিশমা দেখার অপেক্ষা ভক্তরাও।

/এসএইচ 
      


Exit mobile version