শ্রীলঙ্কা-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটে হারালো আফগানিস্তান। শ্রীলঙ্কার দেয়া ২৬৯ রানের লক্ষ্য ১৯ বল বাকি থাকতেই পার হয়ে যায় সফরকারীরা। যাতে বড় অবদান ওপেনার ইব্রাহিম জাদরানের ৯৮ রানের।
এর আগে প্রথমে ব্যাট করে ২৬৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। হাম্বানটোটায় টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৬ রানে ফেরেন দিমুথ করুনারত্নে। মেন্ডিস এবং ম্যাথুজও দ্রুত বিদায় নিলে ৮৪ রানে ৪ উইকেট হারায় দলটি। এরপর চারিথ আসালাঙ্কার ৯১ রানে ঘুরে দাড়ায় লঙ্কানরা। তবে টেলএন্ড বিপর্যয়ে ২৬৮ রানেই থামে ইনিংস। দু’টি করে উইকেট নেন ফজল হক ফারুকী ও ফরিদ আহমেদ।
জবাবে শুরুতে রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারালেও দলকে জয়ের পথে রাখেন ইব্রাহীম জাদরান। তবে সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন তিনি। এরপর রহমত শাহ’র ৫৫ ও হাশমতউল্লাহ শাহিদীর ৩৮ রান ভর করে ৬ উইকেটের সহজ জয় নিশ্চিত হয় আফগানদের।
ইউএইচ/

