Site icon Jamuna Television

এরদোগানের অভিষেক অনুষ্ঠানে থাকবেন ন্যাটোপ্রধান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও ন্যাটো জোটের প্রধান জেনস স্টোলটেনবার্গ। ছবি : সংগৃহীত

তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ। শুক্রবার (২ জুন) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।

ন্যাটো জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি এরদোগানের সঙ্গে বৈঠকও করবেন জোটপ্রধান।

সুইডেনের ন্যাটোতে যোগ দেয়া নিয়ে তুরস্কের আপত্তি শুরু থেকেই। তবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে এরদোগানের ওপর চাপ বাড়ছে। এরদোগান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফোনকল করে অভিনন্দন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়ই সুইডেনের বিষয়টি তোলেন বাইডেন।

এদিকে বৃহস্পতিবার (১ জুন) স্টোলটেনবার্গ বলেন, সুইডেনের ন্যাটোতে যোগ দেয়ার বিষয়টি নিয়ে তিনি শিগগিরই আঙ্কারা সফর করবেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে গত ২৮ মে দ্বিতীয় দফার ভোটে বিজয়ী হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোগান। ফলে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়ে টানা ২০ বছর রাষ্ট্রপ্রধান থাকার রেকর্ড করতে যাচ্ছেন তিনি।

এএআর/

Exit mobile version