Site icon Jamuna Television

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩৮

ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪০০ যাত্রী। শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে বালেশ্বরের বাহানগা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

তবে ভারতীয় গণমাধ্যমগুলোর মধ্যে দ্য হিন্দু ও হিন্দুস্তান টাইমস মৃতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে চেন্নাইগামী ‘করমণ্ডল এক্সপ্রেস’ নামে একটি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এ সময় ট্রেনের প্রায় সবগুলো বগি লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে শালিমার স্টেশন থেকে ছেড়ে যায় ‘করমণ্ডল এক্সপ্রেস’। ট্রেনটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সোয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালেশ্বরে পৌঁছায়। এ সময় কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ বগির ট্রেনটি।

বাহানগা বাজারের কাছে একটি মালগাড়িতে ধাক্কা দেয় করমণ্ডল এক্সপ্রেস। এতে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি বগি বাদে সবগুলো বগিই লাইন থেকে ছিটকে পড়ে যায়।

এদিকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে যাওয়া অনেক রোগী ও তাদের স্বজনদের হতাহতের আশঙ্কা করছেন অনেকে।

এএআর/

Exit mobile version