Site icon Jamuna Television

গরুর নাম পাঠান, মোগাম্বো, জিদান; দাম ৪৫ লাখ টাকা পর্যন্ত!

শেহজাদা, পাঠান, মোগাম্বো কিংবা জিদান; বাহারি নামে নানা জাতের গরু প্রস্তুত হয়েছে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে। খামারিদের দাবি, এবার দেশসেরা ১০টি গরুর দেখা মিলবে রাজধানীতেই। এদের দাম হাঁকা হচ্ছে ১৫ থেকে ৪৫ লাখ টাকা পর্যন্ত! খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় এবার বেশি দামেই কোরাবানির পশু কিনতে হবে বলে জানান খামারিরা।

জিদান।

জিদানের বয়স মাত্র চার বছর। এ বয়সেই সাড়ে তেরশ কেজি ওজনের জিদান গায়ে লাগিয়েছে বাজারের সেরা গরুর তকমা। দামেও আলাদা, এখন পর্যন্ত জিদানের দাম চাওয়া হচ্ছে ৪৫ লাখ টাকা!

ভিএল।

একই খামারে থাকে তেরশ বিশ কেজি ওজনের ব্রাহমা গরু “ভিএল”। আচরণে শান্ত বলে আলাদাভাবে ক্রেতাদের নজর কেড়েছে এ আমেরিকান। জিদানের চেয়ে তিন লাখ টাকা কমে ৪২ লাখ টাকা দাম হাঁকা হচ্ছে তার। ভিএল এর চেয়ে কিছুটা পিছিয়ে রেড ব্রাহমা “কমান্ডো”। জিদান আর ভিএলের প্রায় কাছাকাছি ওজনের এ গরুটি কিনতে গুণতে হবে ৪০ লাখ টাকা।

কমান্ডো

বলা হচ্ছে ব্রাহমা জাতের গরুগুলোকে টেক্কা দিতে এবারের কোরবানিতে প্রস্তুত হচ্ছে শাহীওয়াল জাতের গরু। উল্লেখ করার মতো আছে গোল্ড কয়েন ও মিস্টার বাংলাদেশ নামের দুটি শাহীওয়াল গরু। ৯০০ কেজি আর সাড়ে ন’শ কেজি ওজনের গরুগুলোর দাম ধরা হয়েছে পনের আর ষোল লাখ টাকা।

গোল্ড কয়েন

সাদেক এগ্রো’র জুনিয়র ইনচার্জ শাহরিয়ার পরশ এ প্রসঙ্গে বলেন, আমাদের সবচেয়ে বড় গরুটি ফ্রিজিয়ান জাতের। ওর ওজন ১২০০কেজির বেশি। আর দাম চাওয়া হচ্ছে ১৭ লক্ষ টাকা। এছাড়া হাসা জাতের একটি গরু আমরা এরইমধ্যে ২০ লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি।

মোগাম্বো

বড় আকারের গরু নিয়ে বাজারে হাজির হতে রীতিমত প্রতিযোগিতায় নেমেছেন খামারিরা। প্রায় তেরশো কেজি ওজনের বদরাগী মোগাম্বোর দাম চাওয়া হচ্ছে ২৫ লাখ টাকা।

শেহজাদা

মোগাম্বোকে টেক্কা দিতে একই খামারে আছে শেহজাদা ও মন্টু। শেহজাদার ওজন সাড়ে নয়শ কেজি দাম পড়বে ২৭ লাখ টাকা। আর নয়শ কেজির মন্টুকে কিনতে হবে ২০ লাখে।

পাঠান

বিশাল আকারের গরুর দেখা এবার মিলবে হাতিরঝিলেও। সেখানকার অন্যতম আর্কষণ হিসেবে থাকছে পাঠান।১১০০ কেজি ওজনের পাঠানের দাম পড়বে ৩৫ লাখ টাকা।

মিস্টার বাংলাদেশ

একই খামারের আইকোনিক বুল হিসেবে থাকছে মিস্টার বাংলাদেশ। সাড়ে বারশো কেজি ওজনের এই ব্রাহমার দাম পড়বে ৪০ লাখ টাকা।

প্রসঙ্গত, ঈদের এখনও প্রায় মাসখানেক বাকি। কিন্তু এরইমধ্যে শুরু হয়ে গেছে বড় গরুর বুকিং। তবে এখনও জমেনি মাঝারি ও ছোট গরুর বাজার। খামারিরা বলছেন, ঈদের সপ্তাহখানেক আগ থেকে লাইভ ওয়েটে বিক্রি হবে মাঝারি ও ছোট গরু।

/এসএইচ

Exit mobile version