Site icon Jamuna Television

বেলজিয়ামে ইরানি কূটনীতিকের বিনিময়ে মুক্তি পেলো তিন ইউরোপীয় বন্দি

বেলজিয়ামে ইরানি কূটনীতিক আসাদোল্লাহ আসাদির মুক্তির বিনিময়ে তিন ইউরোপীয় বন্দিকে মুক্তি দিলো ইব্রাহিম রইসি প্রশাসন। শনিবার (৩ জুন) তাদের দেশে ফেরত পাঠানোর কথা নিশ্চিত করেছে তেহরান। মুক্তি পাওয়া তিন ব্যক্তির মধ্যে একজন নেদারল্যান্ডস এবং বাকি দুজন ইরান-অস্ট্রিয়ার দ্বৈত নাগরিক। খবর রয়টার্সের।

গত বছরের নভেম্বরে ডাচ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইরান। সেসময় চলমান হিজাব আন্দোলনের সাথে সম্পৃক্ততার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। দ্বৈত নাগরিকত্বধারী বাকি দুই ব্যক্তিকে ভুলবশত গ্রেফতার করা হয় ২০১৬ এবং ২০১৯ সালে।

গেল সপ্তাহে ইরানের কূটনীতিক আসাদিকে মুক্তি দেয় বেলজিয়াম প্রশাসন। তারই জেরে ইরানে ছাড়া পেলো বিদেশি বন্দিরা। গেল কয়েক বছর ধরেই গুপ্তচরবৃত্তি এবং নিরাপত্তার অযুহাতে বিপুল সংখ্যক বিদেশি নাগরিককে বন্দি করে ইরান।

এসজেড/

Exit mobile version