Site icon Jamuna Television

পেরুতে ষাঁড়ের লড়াই উৎসবে গুরুতর আহত অন্তত ১১

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

পেরুর ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের উৎসবে দুই দিনেই গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। খবর সিএনএনের।

প্রতি বছরের মতোই দেশটির হুয়ানকাভেলিকা অঞ্চলে আয়োজন করা হয় এ বুল রেস বা ষাঁড়ের সাথে লড়াই উৎসবের।

নিয়ম অনুযায়ী, খোলা রাস্তায় উন্মত্ত ষাঁড়কে ছেড়ে দেয়া হয়, আর তার সাথে দৌঁড়াতে থাকে অংশগ্রহণকারী। প্রতি বছর আয়োজিত এ আসরে হাজার হাজার মানুষ বিশালাকৃতির ষাঁড়দের সাথে দৌড়ে অংশ নেয়। ষাঁড়ের তাড়া খেয়ে ছুটতে থাকে প্রাণপণে। এটাই প্রতিযোগিতার মূল আকর্ষণ। এ দৌড়ে দ্রতগামী প্রাণীগুলোর পায়ের নিচে পড়ে আহত হন অনেকে। ঘটে, প্রাণহানীর ঘটনাও।

ঐতিহ্যের অংশ হলেও বিপদজনক এ খেলা নিষিদ্ধের দাবি করে আসছে অনেক প্রাণীসংরক্ষণ সংস্থা।

/এসএইচ

Exit mobile version