সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা সদর থানায় অপহরণ মামলার আসামিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক অপহরণকারী মুন্না (২৪) ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
শনিবার (৩ জুন) বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, এক মাস আগে সুমাইয়া সুলতানা নামের এক স্কুলছাত্রীকে অপহরণ করে মুন্না। এরপর যাত্রাবাড়ীর কাজিরগাও এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে নির্যাতন করে। পরবর্তীতে মেয়েটি তার চাচাকে ইমোতে ‘চাচা আমাকে বাঁচাও’ বলে একটি ম্যাসেজ করে। অনলাইন ওই ম্যাসেজের সূত্র ধরে অপহৃত মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আসামিকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
এদিকে, ওই স্কুলছাত্রীর আত্মীয়দের সূত্রে জানা গেছে, ফেসবুকের মাধ্যমে ছেলেটির সঙ্গে পরিচয় হয় মেয়েটির। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরেই এমন ঘটনার সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
ইউএইচ/

