Site icon Jamuna Television

কানাডার দাবানল পরিস্থিতির অবনতি, নতুন করে ছড়াচ্ছে আগুন

আরও অবনতি হচ্ছে কানাডার দাবানল পরিস্থিতির। দেশটির পূর্বাঞ্চলে নতুন করে বেশ কিছু এলাকায় ছড়িয়েছে আগুন। এর জেরে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ওই অঞ্চলের জীববৈচিত্র ও জনজীবন। খবর গার্ডিয়ানের।

শুক্রবার (২ জুন) কুইবেক প্রদেশে জারি করা হয়েছে সতর্কতা। দুর্ঘটনা এড়াতে অঞ্চলটির প্রায় ১০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে।

গত দুই সপ্তাহ ধরেই ভয়াবহ দাবানলে বিপর্যস্ত দেশটি। বাস্তুচ্যুত হয়েছে ৩০ হাজার বাসিন্দা। এরইমধ্যে পুড়ে গেছে ৬ কোটি ৭০ লাখ একর বনভূমি। আবহাওয়া বিভাগ জানায়, এখনও সক্রিয় আছে দুই শতাধিক দাবানল।

অতিরিক্ত তাপমাত্রা আর শুষ্ক বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের হাজারো কর্মী। বাতাস দূষিত হয়ে দেখা দিয়েছে চরম স্বাস্থ্যঝুঁকিও। এবারের দাবানলকে কানাডার ইতিহাসে সবচেয়ে বড় ও ভয়াবহ দাবানল আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

এসজেড/

Exit mobile version