ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের পৃথক হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। বুধবার পুলওয়ামা অঞ্চলে এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
স্থানীয় প্রশাসন জানায়, কাশ্মিরের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বাড়িতে বিচ্ছন্নতাবাদীরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত ২ জন নিহত হয়। হামলার পরপরই এলাকাটিতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে, কুলগাম এলাকায় অভিযান চলাকালীন পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই হামলায় প্রাণ গেছে নিরাপত্তাবাহিনীর এক সদস্যের।

