Site icon Jamuna Television

বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি:

বাজেট পরবর্তী আলোচনায় বলপয়েন্টের দাম না বাড়ানোর দাবি তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, শিক্ষা উপকরণের ক্ষেত্রে বলপয়েন্টের দাম বাড়ানোর প্রস্তাব আছে। আমি আশা করি এ বিষয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাব থাকবে বলপয়েন্টের দাম যেনো না বাড়ানো হয়।

শনিবার (৩ জুন) দুপুরে চাঁদপুর আল আমিন একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মন্ত্রী বলেন, শিক্ষায় বাজেট বরাদ্দের পরিমাণ নিয়মিতই বাড়ছে। তবে একই সময়ে জিডিপির আকার তুলনামূলকভাবে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। জিডিপির হারে হয়তো শিক্ষা বরাদ্দ কিছুটা কমেছে।

দীপু মনি বলেন, আমি বারবারই বলছি দেশে যে মেগা প্রজেক্ট চলছে এগুলো শেষ হলে আশা করি শিক্ষাই হবে মেগা প্রজেক্ট। আমাদের বড় চ্যালেঞ্জ হলো, আমাদের বরাদ্দ যেনো সঠিকভাবে কাজে লাগাতে পারি।

তিনি বলেন, এবারও গবেষণায় থোক বরাদ্দ রাখা হয়েছে। বিগত দিনে বিশ্ববিদ্যালয়গুলো তাদের বরাদ্দ কাজে লাগাতে পারেনি, আমি আশা করি এ বছর তারা তা কাজে লাগবে।

ইউএইচ/

Exit mobile version