Site icon Jamuna Television

কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

ছবি : সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার হোমনায় ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, হোমনা পূর্বপাড়া গ্রামের সজল সরকারের স্ত্রী ফেরদৌসী আক্তার (১৮) ও তার শিশুকন্যা সাউদা (১)। শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীমদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার সকালে ফেরদৌসী আক্তার তার একমাত্র মেয়ে সাউদাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে অটোরিকশাযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীমদ্দি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে তাদের বহনকৃত অটোরিকশাটি হেলে পড়ে। এ সময় ফেরদৌসী আক্তার ও তার কোলে থাকা শিশু ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার শিকার অটোরিকশা ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দুপুরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএআর/

Exit mobile version