Site icon Jamuna Television

শরীয়তপুর-চাঁদপুর রুটে ৩০ ঘণ্টা বন্ধ থাকবে ফেরি চলাচল

ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

আঞ্চলিক মহাসড়কের বেইলি সেতু সংস্কার কাজের কারণে শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ৩০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকবে। শুক্রবার (২ জুন) দিবাগত রাত ১২টা থেকে রোববার (৪ জুন) সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

বিকল্প কোনো সড়ক না থাকায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন চাঁদপুর, চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে রোববার সকাল ৬টার পর থেকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

উল্লেখ্য, সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন বালারবাজার সেতুর ডাইভারসন সড়কের বেইলি সেতু সংস্কার করা হবে।

এএআর/

Exit mobile version