Site icon Jamuna Television

শেষ হলো হজ

শেষ হলো হজের সব আনুষ্ঠানিকতা। সৌদি কর্তৃপক্ষের দাবি, গতবারের তুলনায় এবছর ৩০ শতাংশ বেশি হাজি আদায় করেছেন হজ। মক্কার কাবা শরীফ ‘তাওয়াফ-আল-ওয়াদা’ বা বিদায়ী প্রদক্ষিণ শেষে অনেকেই দেশের পথে রওনা হয়েছেন।

এর আগে, মিনায় শয়তানকে তিন দিন পাথর ছুড়ে মারেন হাজিরা। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের অনেকে কেনাকাটা বা ঘুরে বেড়ানোর জন্য রয়েছেন মক্কায়। তবে, বেশিরভাগ হাজিই মোয়াল্লেমের সহায়তায় নিজ বাড়িতে রওনা হয়েছেন। তাদের নিরাপত্তার জন্য এখনও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক লাখ সদস্য।

এবছর, পবিত্র হজ পালন করেন ১২২টি দেশের ২০ লাখের মতো হাজিরা। বাংলাদেশ থেকে গেছেন ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। বাংলাদেশ হজ অফিস বলছে, হজে এবছর মৃত্যু হয়েছে ৬১ জন বাংলাদেশির।

Exit mobile version