Site icon Jamuna Television

লালমনিরহাটে তিস্তা নদীতে ডুবে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের রাজপুরে বিয়ে বাড়িতে এসে বন্ধুদের সাথে গোসলে নেমে তালহা জুবায়ের (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার রাজপুরের জগতবেড় এলাকায় তিস্তা নদীর ৫ নম্বর এসপার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার (৩ জুন) লালমনিরহাট সদর উপজেলার রাজপুর এসপার বাঁধ এলাকায় বিয়ের দাওয়াতে এসে শখের বসে দুপুরে তিস্তা নদীতে গোসলে নামে তালহা জুবায়েরসহ তিন যুবক। তিস্তা নদীর প্রবল স্রোতের কারণে পানিতে ডুবে যায় তালহা জুবায়ের।

দূর থেকে এক জেলে ঘটনাটি দেখে চিৎকার করে লোকজন ডাকলে তাৎক্ষণিক এলাকাবাসী মিলে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্য দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এএআর/

Exit mobile version