রেমিটেন্স নয়, মার্কিন ভিসা নীতির কারণে ভয় পেয়ে দুর্নীতিবাজরা দেশে টাকা পাঠাচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতন্ত্রী দলের সভাপতি আ স ম আব্দুর রব।
শনিবার (৩ জুন) সকালে ঢাকা দিনাজপুর রোডমার্চ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সরকারের স্বজন প্রীতি ও লুটেরা দুর্নীতিবাজদের রেন্টাল-কুইক রেন্টালের সারচার্জ দিতে গিয়ে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে দেশ। কয়লার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। এবারের বাজেটকে অবাস্তব উল্লেখ করে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারের পদত্যাগের দাবি জানান নেতারা।
সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং অন্যরা বক্তৃতা করেন।
ইউএইচ/

