আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বিশাল আকারের বাজেট বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জের। একদিকে রাজস্ব আহরণে মুন্সিয়ানা দেখাতে হবে। অন্যদিকে ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে সুলভ সুদে অর্থায়নের প্রচেষ্টা থাকতে হবে।
শনিবার (৩ জুন) বিকেলে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বলেন, প্রস্তাবিত বাজেটে ১৯১টি পণ্যের ওপর রেগুলেটরি কর আরোপ করা হয়েছে। এতে স্থানীয় শিল্প সুরক্ষা কমে যাবে।
বিশাল রাজস্ব সংগ্রহ করা সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হবে উল্লেখ করে বলেন, এমনিতেই দেশের সামষ্টিক অর্থনীতির সূচকসহ রাজস্ব আহরণ প্রক্রিয়া বৈশ্বিক কঠিন পরিস্থিতির মধ্যে চাপের মুখে আছে। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম দশ মাসের রাজস্ব ঘাটতি প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
রাজস্ব আহরণের ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত করের বোঝা না চাপিয়ে করজাল বিস্তৃত করার পরামর্শ দেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করার দাবি জানান তিনি।
/এমএন

