Site icon Jamuna Television

বরিশাল সিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ১৯ নেতা আজীবন বহিষ্কার

বরিশাল ব্যুরো:

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসানসহ ১৯ জন বর্তমান ও সাবেক নেতাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার (১ জুন) এই ১৯ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব চেয়ে সময়সীমা বেধে দেয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্টরা জবাব দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেননি। ফলে তাদের জবাব মনোপুত না হওয়ায় ওই ১৯ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।

শনিবার (৩ জুন) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

বহিষ্কৃতদের মধ্যে কামরুল আহসান মেয়র প্রার্থী হয়েছেন। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। এ ছাড়া নগর বিএনপির আহ্বায়ক কমিটির তিনজন যুগ্ম আহ্বায়ক ও চারজন সদস্য রয়েছেন প্রতিদ্বন্দ্বিতাকারী ব্যক্তিদের মধ্যে। বাকিরা ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এএআর/

Exit mobile version