Site icon Jamuna Television

দর্শনার্থীদের ভিড়ে মুখর রাজধানীর বিনোদন স্পটগুলো

ঈদের আনন্দ উপভোগ করতে রাজধানীর বিভিন্ন বিনোদন স্পটে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়িয়েছেন নগরবাসীরা।ঈদের ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষের ঢল নেমেছে চিড়িয়াখানা, শিশু পার্ক ও হাতির ঝিলে।

সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর মিরপুর চিড়িয়াখানা। এখানে শিশুর সংখ্যাই বেশি। যান্ত্রিকতার বাইরে প্রকৃতির সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিচ্ছেন অভিভাবকরা। বাঘ, বানর, হরিণ ময়ূরসহ বিভিন্ন প্রাণির খাঁচার সামনে উৎসুক শিশুদের আনাগোনা। পাশের বোটানিক্যাল গার্ডেনেও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। দর্শনার্থীদের বাড়তি চাপ দেখা গেছে শিশু পার্ক, শিশু মেলার মত বিনোদন কেন্দ্রে। বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠেন ছোট্ট শিশুরা।

এদিকে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মলের যমুনা ফিউচার পার্কের কার্নিভালেও দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন রাউড উপভোগ করার পাশাপাশি অনেকেই আড্ডা জমিয়েছেন ফুডকোর্টে। ব্লকবাস্টার সিনেমাতেও দেশি-বিদেশি চলচ্চিত্র দেখছেন অনেকে।

যমুনা অনলাইন:এফএম

Exit mobile version