Site icon Jamuna Television

‘ঢাকাকে নিরাপদ করতে রাসায়নিকের গুদাম স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার’

ঢাকাকে নিরাপদ করতে রাসায়নিকের গুদাম স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শ্যামপুরে নির্মাণ করা হয়েছে অস্থায়ী গুদাম। এমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার (৪ জুন) সকালে শ্যামপুরে অস্থায়ী রাসায়নিকের গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুরাতন ঢাকার রাসায়নিক দ্রব্য বা ক্ষতিকর দ্রব্যাদির জন্য আলাদা যে গুদাম ঘরের ব্যবস্থা করা হয়েছে, পুরান ঢাকার এসব রাসায়নিক দ্রব্য সেখানে স্থানান্তর করা হবে।

এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, শ্যামপুর এবং টঙ্গির অস্থায়ী গুদামে সরকার স্থাপনা করে দিয়েছে। এসব স্থানে ব্যবসায়ীরা ভাড়া দিয়ে সরাসরি ব্যবসা করতে পারবেন। এছাড়া সিরাজদিখানে আরেকটি জায়গা নির্ধারণ করা হয়েছে; যেখানে সরকার শুধু জমি দেবে। সেই জমিতে ব্যবসায়ীদের নিজেদের মতো করে স্থাপনা করে নিতে হবে।

ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাশে শ্যামপুরে রাসায়নিকের এই অস্থায়ী গুদাম তৈরিতে খরচ হয়েছে ৭০ কোটি টাকা।

ইউএইচ/

Exit mobile version