Site icon Jamuna Television

১৫ দিনের মধ্যে লোডশেডিং নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফাইল ছবি।

১০ থেকে ১৫ দিনের মধ্যে লোডশেডিং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বললেন, ফুয়েলের সংকটের কারণে সংকট দেখা দিয়েছে।

রোববার (৪ জুন) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, ২ মাস ধরে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। আর্থিক কারণসহ নানা কারণে এখনও লোডশেডিংয়ের সমাধান করা যায়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নসরুল হামিদ আরও বলেন, পরিস্থিতি অসহনীয় হয়েছে সরকার সেটা জানে। সবাই এর ভুক্তভোগী। কিছু প্লান্ট অর্ধেক জ্বালানি দিয়ে চলছে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশে পেট্রোল পাম্পের সমস্যা হওয়ার কথা নয়। পেট্রোল ও ডিজেলের সংকট নেই।

/এমএন

Exit mobile version