Site icon Jamuna Television

পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ থাকবে: পরিকল্পনামন্ত্রী

বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রোববার (৪ জুন) দুপুরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় এ তথ্য জানান তিনি।

এম এ মান্নান বলেন, অর্থনীতিতে পুঁজিবাজারের অবস্থান আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।

এতে আলোচকরা বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য প্রণোদনা না থাকলেও করের বোঝা চাপানো হয়নি। এটাও ভালো সংবাদ। তবে আলোচনা না হওয়ায় হতাশার জন্ম দিচ্ছে। উন্নত দেশের অভিযাত্রায় শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন। এর কোনো বিকল্প নেই।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, করপোরেট কর হারের ব্যবধান বাড়িয়ে ১৫ শতাংশ করার আহ্বান জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকাররা। বলেন, কর ছাড়ের সুবিধা থাকলে ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে আগ্রহী হবে।

অন্যদিকে, দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য মুনাফার ওপর দ্বৈতকর প্রত্যাহারের আহ্বান জানান স্টক এক্সচেঞ্জের নেতারা। বলেন, বন্ড মার্কেটকে শক্তিশালী করতে হলে নীতি সহায়তা দরকার। দেশের অবকাঠামো উন্নয়নে বন্ড মার্কেট শক্তিশালী ভূমিকা রাখতে পারে।

/এমএন

Exit mobile version