Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে কানাডা, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে চলছে প্রাণী উদ্ধার

কানাডায় দাবানলে ভস্মীভূত এলাকা থেকে চলছে পশু-পাখিদের উদ্ধার কার্যক্রম। নোভা স্কশিয়া প্রদেশে, দাবানলে ক্ষতিগ্রস্ত অনেক খামার ও ঘরবাড়ি। বাসস্থান হারিয়েছে বিপুল সংখ্যক প্রাণী। তাদের সুরক্ষায় তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর আল জাজিরার।

উদ্ধারকর্মীদের দাবি, অতিরিক্ত তাপমাত্রা আর শুষ্ক বাতাস ঘটাচ্ছে ব্যাঘাত। চলতি বছর ৬৬ লাখ ৭২ হাজার একর বনভূমি পুড়ে গেছে দাবানলে।

স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। বেশিরভাগ প্রদেশেই ছড়িয়েছে আগুন। ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন হাজারো কর্মী।

এটিএম/

Exit mobile version