Site icon Jamuna Television

পরীর সাথে সেপারেশনে আছি, দ্বিতীয়বার ভাবতে চাই না: রাজ

সম্প্রতি নায়ক শরীফুল রাজ ও চিত্রনায়িকা সুনহেরার ভিডিও ফাঁস নিয়ে পরীমণি ও রাজের সংসারে দেখা দিয়েছে ফাটল। পরীমণি জানিয়েছেন তিনি বিচ্ছেদ চান। এবার রাজও জানিয়ে দিলেন তার সিদ্ধান্তের কথা। বললেন, এ নিয়ে তিনি আর দ্বিতীয়বার ভাবতে চান না।

রোববার (৪ জুন) রাজ একটি ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসে জানিয়েছেন তিনি আর পরীমণি সেপারেশনে আছেন। এ বিষয়ে তিনি আর দ্বিতীয়বার ভাবতে চান না।

রাজ তাদের বিচ্ছেদ প্রসঙ্গে বলেন, আমরা আলাদা হলেও আমাদের বেবির টেককেয়ার আমরা দুইজনই করবো।

আরও পড়ুন: কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই: পরীমণি

তিনি বলেন, আমি গত ২০ মে বাসা থেকে বের হয়ে গিয়েছি এটা সত্যি। কিন্তু কোনো মেয়ের সাথে থাকবো বলে বাসা থেকে বের হইনি। আমার মনে হয়েছে এই সময়টাতে আমার নিজেকে টেক কেয়ার করা প্রয়োজন। সেটা কাজের ক্ষেত্রে হোক বা যেকোনো দিক থেকে। আমি যখন বাসা থেকে বের হয়ে যাই তখন সেখানে গিয়াস উদ্দিন সেলিম ও তার স্ত্রী সেখানে ছিলেন। পরীও সব জানে।

আরও পড়ুন: রাজ আমার কেমন বন্ধু তা সবাই জানে:  সুনেরাহ

এটিএম/

Exit mobile version